UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টিলা কেটে রাস্তা সংস্কার, সভাপতিকে জরিমানা

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে ৫০ হাজার টাকা গুনতে হলো প্রকল্প কমিটির সভাপতি সেলিম মিয়াকে। সোমবার বিকালে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কারের জন্য ২০২১-২০২২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ১১ টন গম বরাদ্দ দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। প্রকল্প কমিটির সভাপতি প্রবাসফেরত সেলিম মিয়া টিলা কেটে রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বলে ইউএনও অভিযোগ পান। পরে ইউএনও সোমবার বিকেলে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারায় সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ওই স্থানে রাস্তা সংস্কারের জন্য ‘কাবিখা’ প্রকল্পে ১১ টন গম বরাদ্দের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, টিলা কেটে রাস্তা সংস্কার করতে হবে প্রকল্প কমিটির কেউ তা জানাননি। এ প্রকল্পের বরাদ্দ ফেরত যাবে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, পরিবেশ সংরক্ষণ আইনে সব ধরনের টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। টিলা কাটার অপরাধে সেলিম মিয়া নামক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।