UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ

ঊষার আলো ডেস্ক
মে ১৪, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

তাসকিন আহমেদকে দলে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সহ-অধিনায়ক করা হয়েছে এই পেসারকে।

আগামী ২-২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পাওয়ায় ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদকে দলে নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে নির্বাচকরা তাসকিনকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে নাজমুল হাসান শান্তর ডেপুটি করেছেন।রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদ ও আফিফ হোসেনকে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে একটি হোম সিরিজ খেলেছিল যা তারা ৪-১ ব্যবধানে জিতেছিল। তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে যা 21 মে থেকে শুরু হবে।

20-জাতির ইভেন্টের গ্রুপ ডি-তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।

৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের ম্যাচ ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ যথাক্রমে ১৩ জুন ও ১৭ জুন নেদারল্যান্ড ও নেপালের মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান। রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।