UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলাররা ‘এক্স-ফ্যাক্টর’ হবেন

usharalodesk
এপ্রিল ২৩, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :জুনে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি দল প্রস্তুতি জোরদার করছে।

বিশ্বকাপ নিয়ে সাবেক তারকা ক্রিকেটাররা বিভিন্ন মতামত দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যানের চেয়ে বোলাররা ‘এক্স-ফ্যাক্টর’ হবেন।

ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, ‘শুধু তরুণ বোলাররাই নয়, এখন প্রতিটি আন্তর্জাতিক বোলারই চাপের মধ্যে রয়েছে। আপনি যদি আইপিএলের চলতি আসরের দিকে তাকান, দেখবেন বেশ কয়েটি ম্যাচে ২৮৭, ২৭৭, ২৭২,  ২৬৬ ও ২৬২ রান পর্যন্ত হয়েছে। এক সময়ে ১২০ বলের ম্যাচে ৩০০ রানও হবে। তার মানে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমার  মনে হয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পার্থক্য দেখাবেন বোলররা। বোলাররাই হয়তো বিশ্বকাপে ‘এক্স-ফ্যাক্টর’ হবেন। সেটা গতিই হোক, অথবা রহস্যময় স্পিনই হোক। আমার মনে হচ্ছে প্রতিপক্ষকে কোণঠাসা করতে চাইলে আপনার এমন কিছু বোলারকে রাখতে হবে যারা ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারে।’

৪০ বছর বয়সী সাবেক এই তারকা অলরাউন্ডার আরও বলেছেন, ‘আপনি দেখে থাকবেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা, ফিদেল এডওয়ার্ডস, জেরোম টেলর ও রবি রামপল ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আমার মনে হয় এই বিশ্বকাপেও তেমন কিছু হতে পারে। উইকেট স্পিন-বান্ধব হোক বা সীম-বান্ধব হোক, প্রকৃত পেস সবসময়ই ব্যাটসম্যানের মনে সন্দেহ তৈরি করবে।’

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব নেওয়ার পর অভিজ্ঞ ক্রিকেটার আন্দ্রে রাসেল,শিমরন হেটমায়ারসহ বেশ কিছু তারকা খেলোয়াড়কে জাতীয় দলে ফিরিয়েছেন স্যামি। জাতীয় দলে না খেলে আইপিএলে রাজত্ব করে যাওয়া সুনিল নারিনকেও বিশ্বকাপের আগে দলে ফেরাতে চান স্যামি।

ঊষার আলো-এসএ