UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

koushikkln
অক্টোবর ১৫, ২০২২ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবার ১৬ দলের চার-ছক্কার বিশ্বকাপে দল চূড়ান্তও শেষ হয়েছে। ফলে ব্যাটে-বলে লড়াইয়ে কারা ঝড় তুলবেন তা নিয়ে শুরু হয়েছে নানা হিসেবে-নিকেশ। প্রথম পর্বে খেলা দলগুলো ৯ অক্টোবর পর্যন্ত দল চ‚ড়ান্ত করার শেষ সময় পেয়েছিল। আর সুপার টুয়েলভে খেলা দলগুলো ১৫ অক্টোবর দল পরিবর্তন করতে পেরেছে। আর সুযোগে শুক্রবার (১৪ অক্টোবর) বাংলাদেশ, পাকিস্তান ও ভারত শেষ তিন দল হিসেবে নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনে দল ঘোষণা করেছে। দলগুলো এরপরেও পরিবর্তন আনতে পারবে, তবে এর জন্য আইসিসির বিশেষ অনুমতি লাগবে।

ঊষার আলোর পাঠকদের জন্য এবার তুলে ধরা হলো ১৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড :-

প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’

নামিবিডা: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত, ডিভান লা কক, স্টেফান বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসে, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড স্কোল্টজ, টানজেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইডা ফ্রান্স।

নেদারল্যান্ডস: স্কট এডওডার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গেøাভার, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারউই, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু। ম্যাক্স ও’ডোউড, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং।

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জডা ডি সিলভা, ওডানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুণারতেœ, দুশমন্থ চামিরা(ফিট হওয়া শর্তে), লাহিরু কুমারা (ফিট হওয়া শর্তে), দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান।

স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জডাবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুওডানিন্দু ফার্নান্দো।

সংযুক্ত আরব আমিরাত: সিপি রিজওডান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওডাসিম, বাসিল হামিদ, আরিডান লাকরা, জাওডার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মিইডাপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু, আডান খান।

স্ট্যান্ডবাই: সুলতান আহমেদ, ফাহাদ নওডাজ, বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি, সঞ্চিত শর্মা।

প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’

আডারল্যান্ড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাডার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, গ্রাহাম হিউম।

স্কটল্যান্ড: রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সে, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিডান শরিফ, জশ ডেভি, ম্যাথিউ ক্রস, কালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওডাট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স, ক্রেগ ওডালেস।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইডানিক ক্যারিডা, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মাডার্স, ওবেদ ম্যাককড, রেমন রেইফার, ওডেন স্মিথ, শামারহ ব্রুকস।

জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (অধিনাডক), রাডান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, বেøসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, শেন উইলিডামস।

স্ট্যান্ডবাই: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইডা, কেভিন কাসুজা, তাদিওডানাশে মারুমানি, ভিক্টর নিডাউচি।

সুপার টুয়েলভ গ্রুপ ‘ওয়ান’

আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনাডক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবীন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি, উসমান ঘনি।

স্ট্যান্ডবাই: আফসার জাজাই, শরফউদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবাদিন নায়েব।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওডার্নার, অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিডাম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, অ্যালেক্স হেলস।

স্ট্যান্ডবাই: লিডাম ডসন, রিচার্ড গিøসন, টাইমাল মিলস।

নিউজিল্যান্ড: কেন উইলিডামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গেøন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লোকি ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।

সুপার টুয়েলভ গ্রুপ ‘টু’

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইডাসির আলী চৌধুরী।
রিজার্ভ: মাহেদী হাসান, রিশাদ হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ সিরাজ, শ্রেডাস আইডার, রবি বিষ্ণোই, শার্দুল ঠাকুর।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হাডদার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওডাজ, মোহাম্মদ রিজওডান, মোহাম্মদ ওডাসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ।

স্ট্যান্ডবাই: উসমান কাদির, মোহাম্মদ হারিস, শাহনওডাজ দাহানি।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনাডক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রিজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, রাইলে রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্তান স্টাবস, মার্কো জানসেন।
স্ট্যান্ডবাই: বিয়র্ন ফরচুইন, অ্যান্ডিলে ফেলুকায়ো, লিজাড উইলিডামস।