UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা পিসিবি’র

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক করে প্রত্যাশিত তারকাদের বেশিরভাগই জায়গা পেলেও বাদ পড়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক এবং সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

আজ সোমবার দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। তবে সিনিয়র অল-রাউন্ডার মোহম্মদ হাফিজ স্কোয়াডে জায়গা পেয়েছেন। আর সরফরাজের বদলে উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।

ঘোষিত স্কোয়াডটি বিশ্বকাপ ছাড়াও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলবে। মূল দলে না থাকলেও ফখর জামান, উসমান কাদির ও শাওনেওয়াজ দাহানিদের রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

পাকিস্তান স্কোয়াড – বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, শোয়েব মাকসুদ, আজম খান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী ও মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ খেলোয়াড়: ফখর জামান, উসমান কাদির ও শাওনেওয়াজ দাহানি।

(ঊষার আলো-এফএসপি)