UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুখেলকে বরখাস্ত করলো চেলসি

pial
সেপ্টেম্বর ৭, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ চলতি মৌসুমে বাজে শুরুর পর কোচ থমাস টুখেলকে বরখাস্ত করেছে চেলসি। সবশেষ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হারের পর তাকে বিদায়ের সিদ্ধান্ত নেয় ব্লুরা।

এছাড়া প্রিমিয়ার লিগেও সময়টা ভালো যায়নি চেলসির। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট, অথচ অন্য যে কোনও ক্লাবের চেয়ে দলবদলের বাজারে এবার সবচেয়ে বেশি ২৭ কোটি ৮৪ লাখ পাউন্ড খরচ করেছে তারা।

সাউদাম্পটন, লিডস ও জাগরেবের কাছে হারার সাথে টটেনহ্যামের বিপক্ষেও ঘরের মাঠে ড্র করে চেলসি। পারফরম্যান্সের মান নিচের দিকে, মাঠে যে সমস্যায় পড়েছে ক্লাবটি। তার সমাধান খুঁজতে হলো কোচকে বরখাস্ত করে।

চেলসির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘চেলসি এফসির প্রত্যেকের পক্ষ থেকে ক্লাব থমাস এবং তার স্টাফদের সবার প্রতি তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ এবং ক্লাব কাপ জেতার পর থমাস চেলসির ইতিহাসের পাতায় ঠিক থাকবেন। নতুন মালিকানা নেওয়ার ১০০ দিন পার হয়েছে ও এই ক্লাবকে সামনে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছে। নতুন মালিকদের বিশ্বাস এ পালাবদলের এখনই সঠিক সময়।’

(ঊষার আলো-এফএসপি)