UsharAlo logo
শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

টুটপাড়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরী পশ্চিম টুটপাড়া এলাকায় কামাল মুন্সী (৩৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে জখম করেছে। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম টুটপাড়া দারোগার বস্তি এলাকায় একটি চা পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বাসিন্দা মালেক মুন্সির ছেলে।
এলাকাবাসি জানায়, কমাল মুন্সী ওই দোকানে বসে চা খাচ্ছিলো৷ এ সময় ১০-১২ টি মোটরসাইকেল অস্ত্রসজ্জিত হয়ে কামালকে এলোপাতালি কোপ ও গুলি করে পালিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার অনল রায় বলেন, কামাল মুন্সীর উরুতে দুইটি গুলি ও বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খুলনা সদর থানা ওসি ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, কামলা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা গুলি করেছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ঊআ-বিএস