UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্: কক্সবাজারের টেকনাফের চান্দলীপাড়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১১ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার ওমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩০) ও সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছেনের ছেলে ফয়সাল (২৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।