UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে ২৩৪ রানে থামল বাংলাদেশ

pial
জুন ২৫, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথম টেস্টের মতো ফের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটাররা ভালো পার্টনারশিপ করতে পারেনি। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩৪ সংগ্রহ করেছে বাংলাদেশ।

এদিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট টস হেরে আগে ব্যাটিংয়ে নামে টাইগাররা। এদিন তামিম ও লিটন ছাড়া সুবিধা করতে পারেননি স্বীকৃত ব্যাটাররা।

৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৯ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। লিটন ৩৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রান নিয়ে দিনের তৃতীয় এবং শেষ সেশনের খেলা শুরু করেন। কিন্তু বিরতি থেকে ফিরে লিটনকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মিরাজ। অহেতুক শটে নিজের উইকেট বিলিয়ে দেন তিনি।

এরপর শেষের দিকের ব্যাটসম্যান এবাদত হোসেনকে নিয়ে ব্যাট চালিয়ে খেলেন লিটন। তিনি আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেন। তবে মনোযোগ হারিয়ে বসেন এই ডানহাতি। আলজারি জোসেফকে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন ব্র‍্যাথওয়েটের হাতে। ৭০ বলে থামে তার ৫৩ রানের ইনিংসটি।

লিটনের আউটের পর ক্রিজে টি-টোয়েন্টি স্বভাবের ব্যাটিং করে দলকে দুইশর কোটা পার করেন শরিফুল ইসলাম। শরিফুলের ক্যারিয়ার সেরা ২৬ রানের সঙ্গে এবাদতের ক্যারিয়ার সেরা অপরাজিত ২১ ও খালেদ আহমেদের ১ রানের কল্যাণে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ২৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল।

(ঊষার আলো-এফএসপি)