UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টোকিও অলিম্পিকে এ পর্যন্ত ২৪১ করোনা আক্রান্ত

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় টোকিও অলিম্পিকের সাথে জড়িত আরও ২১ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টোকিও অলিম্পিকে শনিবার পর্যন্ত ২৪১ জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাপান।

কিন্তু অলিম্পিকের আয়োজক কমিটি জানায়, কোভিড আক্রান্তদের মধ্যে কোনো খেলোয়াড় নেই। আক্রান্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই পর্যন্ত বিভিন্ন দেশ থেকে অলিম্পিক গেমসে অংশ নিতে জাপানে গেছেন ৪০ হাজার ৫৫৮ জন।

অন্যদিকে, জাপানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন করে আরও ৪টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। টোকিও এবং অকিনাওয়া প্রদেশে আগে থেকেই ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জাপানে এ পর্যন্ত ৯ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ও মোট ১৫ হাজার ১৭৩ জন মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)