UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিক, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ঊষার আলো
জুলাই ২৮, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে হাড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। নিজ দলের হয়ে জোড়া গোল করেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক উপহার দেওয়া রিচার্লিশন।

এই জয়ের ফলে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিল ব্রাজিল।

‘ডি’ গ্রুপে সাইতামা স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। গতবারের সোনাজয়ীদের চুনহা মাথেউস এগিয়ে নেওয়ার পর সৌদি আরবকে সমতায় ফিরিয়ে আনেন আব্দুলেলাহ আলামরি। পরে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে ব্যবধান গড়ে দেন রিচার্লিসন।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ছিটকে গেছে গতবারের রুপাজয়ী জার্মানি।

গ্রপে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭। আর এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে আইভরি কোস্ট। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে জার্মানি এবং ৩ ম্যাচে জয়হীন থেকে সৌদি আরব ছিটকে গেল গ্রুপ পর্ব হতে।

এর আগে গতবারের ফাইনালিস্ট জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করা ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে।

(ঊষার আলো-এফএসপি)