UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

usharalodesk
জানুয়ারি ২২, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর চালিয়েছে কারখানা শ্রমিকরা।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, রোববার সকাল ৮ টার দিকে মহাসড়কের চন্দ্রা এলাকায় কাজে যোগ দিতে যাচ্ছিল কারখানার শ্রমিকরা। এসময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো তিন শ্রমিক। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় ঘাতক ট্রাক আটক করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাংচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টার মতো মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।