UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত হেলপারের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গায় চালকের ভুলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার ইব্রাহিম হোসেনের(২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এলাকার ইমরান ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ইব্রাহীম সদর উপজেলার গাইটঘাট গ্রামের রেলপাড়ার শরিফ উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা থেকে মালবোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাচ্ছিলো। পথিমধ্যে চালকের ঘুম পেলে ইমরান ফিলিং স্টেশন সামনে ট্রাকটি রাখে। চালক সাইদুল ইসলাম ট্রাকের ভেতরে ঘুমায়। আর ট্রাকের নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়েন হেলপার ইব্রাহিম।

আজ সকালে চালক সাইদুলের ঘুম ভাঙলে তিনি ট্রাকটি চালু করে সামনে নিতে গেলে ইব্রাহীম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি ও চালক সাইদুল ইসলামকে আটক করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত ইব্রাহীমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককেও মুক্তি ছেড়ে দেওয়া হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)