UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক খাদে, নিহত ১

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২২, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বাকেরগঞ্জে ট্রাকের ধাক্কায় তরমুজ বোঝাই আরেকটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে খাদে পড়া ট্রাকটিতে থাকা তরমুজ ব্যবসায়ী সেলিম (৪৫) মারা গেছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিমের বাড়ি গাজীপুরের মাওনা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জাননা, বরিশালগামী তরমুজ বোঝাই ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে রুহিতারপাড় এলাকায় থামিয়ে রাখেন চালক। ভোরের দিকে দ্রুতগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে খাদে পড়ে যায় তরমুজ বোঝাই ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসায়ী সেলিম। আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার এসআই আলমগীর বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।’

ঊষার আলো-এসএ