UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পুলিশ বক্স, আহত ২

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দিয়েছে বালুবোঝাই একটি ট্রাক। এতে পুলিশ বক্সটি দুমড়ে মুচড়ে গেছে।  আহত হয়েছে বক্সে থাকা দুই পুলিশ সদস্য।

শনিবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্সে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭)।  তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্সে থাকা এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে আশপাশের লোকজন ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বালুবোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালুবোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ