UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঊষার আলো
নভেম্বর ২২, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন রংপুর মিঠাপুকুর থানার বজরুক নুরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। তিনি বম্বে সুইটস কোম্পানিতে এস, আর হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খুসরু জানান, জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি চৌরাস্তায় এসে পৌঁছেলে বাইসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে রবিউল নামের এক ব্যক্তি নিহত হন।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।  ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

ঊষার আলো-এসএ