UsharAlo logo
শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে’

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের (জিওপি) ট্রাক মার্কা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য কাজ করবে। ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে নিজ নির্বাচনি এলাকায় বুধবার সকালে হাট-বাজার ঘুরে ভোটারদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গত মঙ্গলবার বিকালে হেমনগরে ট্রাক প্রতীকের গণসংযোগ, মিছিল ও উঠান বৈঠকে গণসংযোগ এবং প্রচারণাকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শাকিল উজ্জামান।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের মার্কা হলো ট্রাক প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ তিনশ আসনেই প্রার্থী দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা-উপজেলা ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটিগুলোর কাজ প্রায় সম্পন্ন।

ঊষার আলো-এসএ