ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ওই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম।
তিনি জানান, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
ঊষার আলো-এসএ