UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১২, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মারা গেছে। মঙ্গলবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোয়াব মিয়া মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে রেলওয়ে পুলিশ জানায়, বিকালে নোয়াব মিয়া রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দু ট্রেন আসছিল। এ সময় ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান নোয়াব মিয়া। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘কি কারণে নোয়াব মিয়া এমনটি করেছে তা তদন্ত করা হচ্ছে।’

ঊষার আলো-এসএ