UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু চুরি

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল থেকে আড়াই মাস বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়।

শিশুটির নাম সায়ান। সে সদর উপজেলার মুন্সিরহাট  গ্রামের শিমুল হোসেনের ছেলে।

শিশুর অভিভাবকরা জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী তার পাশে থাকে ও বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ওই নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে থাকা এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, সায়ান ও ওই নারী নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

হাসপাতাল তত্ত্বাবধায়ককে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে। শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি  মো. সহিদুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ঊষার আলো-এসএ