ঊষার আলো রিপোর্ট : রাজধানীর কদমতলীতে ডাইং মিলে পা পিছলে পড়ে গিয়ে রোলারে আঘাতে কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর পৌনে বারোটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, আমার স্বামী টৈট্রা ডাইং মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। আজ সকালে কাপড়ের গাইড নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে রোলারের ওপর পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি বলেন, আমরা বর্তমানে শ্যামপুর লাল মসজিদ এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর থানা এলাকায়। আমার স্বামী ওই এলাকার মৃত শাহাজান মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঊষার আলো-এসএ