ক্রীড়া ডেস্ক : ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছেন না লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতার পর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা ওপেনার। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচে ৩১ রানে থামতে হয় তাকে। এবার দ্বিতীয় ম্যাচে এসে রানের খাতাই খুলতে পারলেন না ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। সাজঘরে ফিরলেন কোনো রান না করেই।
এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন। সাজঘরে ফেরার আগে উইকেটে টিকতে পেরেছেন ৫ বল। লিটনের বিদায়ের পর তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার তানজিদ তামিম। ৯ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩.৪ ওভারে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ ২ উইকেট খরচায় ১৮ রান। উইকেটে আছেন স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন।
ঊষার আলো-এসএ