ক্রীড়া ডেস্ক :ডর্টমুন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে ২-১ গোলে হেরেছে নেদারল্যান্ডস। তার আগে এই ম্যাচে ডাচদের সমর্থন দিতে হাজির হয়েছিল লক্ষাধিক ডাচ সমর্থক। স্টেডিয়ামটি ডাচ সীমান্দের কাছাকাছি হওয়ায় ইংলিশ সমর্থকদের চেয়ে ডাচ সমর্থকদের সংখ্যায় ছিল বেশি। এদিন ম্যাচ শুরুর আগেই সংঘর্ষে জড়ায় দু’দলের সমর্থকরা। আর সেই সংঘর্ষে ডাচদের কাছে মার খেয়ে ৫ ইংলিশ সমর্থক আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সংঘর্ষের ফলে পাঁচজন সামান্য আহত হয়েছে। তবে খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার ডাচ সমর্থক ছাড়াও, ঝুঁকিপূর্ণ সমর্থকদের দল রয়েছে যারা নেদারল্যান্ডস থেকে ডর্টমুন্ডে এসেছে। এই অবস্থায় আমরা সমর্থকদের তাদের আশপাশের বিষয়ে সচেতন হতে এবং জার্মান পুলিশের উপস্থিতি রয়েছে এমন অঞ্চলগুলিতে থাকার পরামর্শ দিচ্ছি।’
এ বিষয়ে ডর্টমুন্ডের স্থানীয় পুলিশ জানিয়েছে, তিনটি জায়গায় ইংলিশ ও ডাচ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আরও উত্তেজনা এড়াতে পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছেন বা কতজনকে আটক করা হয়েছে তার সঠিক হিসাব তাদের হাতে নেই। তবে সংঘাত এড়াতে তাদের অভিযান চলমান রয়েছে।
ঊষার আলো-এসএ