UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

pial
মে ২৪, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সাথে নিয়ে ঐতিহাসিক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার পাশাপাশি বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন মুশফিকুর রহিম।

তবে দ্বিতীয় দিনের সকালে লঙ্কান পেসারদের তোপে দল যখন আবার বিপদে পড়ে, আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসও তখন সাজঘরে ফিরে যান। আর তখনও মুশফিক একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন। তার বীরত্বেই বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করতে পারে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত থাকেন।

আগের দিনের ১৩৫ রানের সাথে এদিন আর ৬ রান যোগ করেই কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন লিটন (১৪১)।
লিটন ফেরার দুই বল পরেই প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উইকেট বিলিয়ে দেন রানের খাতা না খুলেই।

এরপর শেষের ব্যাটারদের নিয়ে মুশফিক লড়াই করে গেছেন। তাইজুল ভালো সঙ্গ দিলেও ৩৭ বলে ১৫ করে তিনিও ঘরে ফিরেন লাঞ্চের আগে।

শেষ উইকেটে এবাদতের সাথে ৫৬ বলে ১৬ রানের ইনিংসে দলের সংগ্রহকে সাড়ে তিনশর ওপারে নিয়ে যান মুশফিক।

(ঊষার আলো-এফএসপি)