UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপি’র প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে আদালতের নির্দেশ

ঊষার আলো রিপোর্ট
মে ৪, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৯ এপ্রিল  ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।রোববার (৪ মে) আদালত সুত্রে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, গত ২৯ এপ্রিল  নিউজ দৃষ্টে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের স্বাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুস গ্রহণ করে। এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। উপরোক্ত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে নিম্ন স্বাক্ষরকারী মনে করে।

আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগ সমূহ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন লিখিত কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোরেল ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয় আদেশে।

ঊষার আলো-এসএ