UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিপিএল সুপার লিগে সাব্বিরের সেঞ্চুরি

pial
এপ্রিল ১৮, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ১০ ম্যাচে নয় ইনিংস খেলে মাত্র ২০০ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। তবে সোমবার (১৮ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে জ্বলে উঠেছেন তিনি।

মোট ১১১ বলে খেলেন ১২৫ রানের দারুণ এক ইনিংস। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম দিনে বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দারুণ এ সেঞ্চুরিটি পান সাব্বির রহমান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস ও এর আগে ২০১৯ সালে সর্বশেষ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনে ব্যাট করতে নেমে বেশ ধীরগতির শুরু করেন সাব্বির রহমান। প্রথমে ৫৪ বলে অর্ধশতকের দেখা পান তিনি। পরে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠেন। ৩৪ বলে তুলে নেন পরবর্তী ৫০ রান। ৮৮ বলেই শতকের দেখা পান তিনি। সাব্বিরের শেষটাও হয় বেশ দারুণভাবে। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির খুব কাছ থেকে শরিফউল্লাহর তালুবন্দি হন তিনি।

সাব্বিরের সেঞ্চুরি ও ভারতীয় ব্যাটার চিরাগ জানির ৬৬ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংসে ৫০ ওভারে মোট ৫ উইকেট হারিয়ে ৩২৫ রানের বিশাল এক সংগ্রহ পায় লেজেন্ডস অব রূপগঞ্জ।

(ঊষার আলো-এফএসপি)