খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র ডিবির অভিযানে অপহরণ ও চাঁদাবাজির মামলার ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল মোল্যা (৪০), মাসুম বিশ্বাস (৪০), আলমগীর মোল্যা (৩৭), তৈয়েবুর রহমান গাজী (৩৮), জাহিদুর রহমান (৩৪), রাজান কুন্ড (৩২), মোঃ নয়ন আকুঞ্জী (২২) এবং গফুর সরদার (৩৭)। কেএমপির ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে ১১টায় খালিশপুর থানাধীন নতুন রাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বি-বাড়ীয়া নবীনগর এলাকা হতে আওয়ামী লীগ নেতার ছেলে অপহরনের অভিযোগ রয়েছে। পরবর্তীতে তারা প্রশাসনের পরিচয় দিয়ে ভিকটিমের পরিবারের নিকট বিপুল পরিমান চাঁদা দাবী করে। গ্রেফতারকৃত ১ থেকে ৪নং আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ঊআ-বিএস