ঊষার আলো রিপোর্ট : চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে সংস্থাটি উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করবে সংস্থাটি।
সোমবার ( ২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে ৪ হাজারের মতো ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে হবে, সে বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের মাত্র দুদিন আগে এটি বন্ধ করা হয়েছিল, তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত (একদিন) প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
চলতি বছরের ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। পরে ৩ জুন ভোটের তারিখ পুনর্র্নিধারণ করে ২১ জুন করা হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।