UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত দল

pial
অক্টোবর ২০, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেওয়া হয়েছে।

৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সফরের প্রথম টেস্টের ভেন্যু হল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলাটি শুরু হবে ১৪ ডিসেম্বরে। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দু’দল, আর ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট।

বাংলাদেশ ও ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। কিন্তু টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বহুল প্রতীক্ষিত এই সিরিজের ব্যাপারে বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ ও ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকরাই এ স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে রয়েছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সাথে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।‘

(ঊষার আলো-এফএসপি)