UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় ৪৬০ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ৩ আসামি আটক

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় অভিযান চালিয়ে ৪৬০ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ৩ আসামিকে আটক করেচে র‌্যাব-৬।

রবিবার (২১ মার্চ) সূত্র জানায়, ২১ মার্চ ভোর রাত ৩.৫০ মিনিটে র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল ডুমুরিয়া কাঠালতলা বাজারস্থ সাতক্ষীরা থেকে খুলনাগামী মহাসড়কের ওপর যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এসময় একটি ট্রাক, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- ট- ২২- ৮১৬১, চেকপোষ্ট অতিক্রম করাকালে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়ির চালক দ্রুত বেগে চেক পোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। চেক পোষ্টে ডিউটিরত র‌্যাব সদস্যগণ তাৎক্ষনিকভাবে ট্রাকটিকে থামিয়ে মোঃ আল আমিন মোল্যা(২৮), মোঃ আসাদুল ইসলাম(৩২) ও মোঃ সিপাইদ হোসেন(১৯) কে গ্রেফতার করা হয়।  এরপর ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির পিছনে এবং কেবিনের মধ্যে বিশেষ কায়দায় ‍লুকানো ৪৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী আল আমিন কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া গ্রামের মৃত শাহানুর মোল্যার পুত্র, আসাদুল একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র ও সিপাইদ কাকডাঙ্গা গ্রামের মোঃ রাজ আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামীদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)