UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত আরও ২১১ জন

ঊষার আলো
অক্টোবর ১৩, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই ঢাকার।

আজ বুধবার বিকালে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৬৩ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এবং ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬২ জন।

(ঊষার আলো-এফএসপি)