UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ রোগী হাসপাতালে ভর্তি

pial
মে ২১, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নয় জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকার ৪৭ সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৯ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে সারা দেশে নতুন ও পুরাতন কোনও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।

এ বছর ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৪৩ জন। একই সময়ে তাদের মধ্য হতে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি।

(ঊষার আলো-এফএসপি)