UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরে ঢাকার বাইরে মৃত্যু বেশি: স্বাস্থ্য অধিদফতর

pial
অক্টোবর ১৩, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বাইরেই বেশি মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সম্মেলন কক্ষে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ড. আহমেদুল কবির জানান, হাসপাতালে ভর্তির তিনদিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ৩ থেকে ৬ দিনের মধ্যে ১৮ জন, ৬ থেকে ৯ দিনের মধ্যে ৬ জন ও ৯ থেকে ৩০ দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়সই ২০ বছরের বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছেন ৪০-৫০ বছরের মানুষ। এবং ডেঙ্গুতে ঢাকার বাইরেই বেশি মৃত্যু হচ্ছে। এতে নারীদের মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি, আর হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিনের মাঝেই ডেঙ্গুতে মারা যাচ্ছেন আক্রান্তরা।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঢাকার পর কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৮ জন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৫১৭ জন ও এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৫ জন মারা গিয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)