UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে আলাদা দেখতে চায় যুক্তরাষ্ট্র

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৯, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র শঙ্কা জানিয়েছিল আগেই। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি ছুঁড়েছিলেন, ‘দখল নেব গ্রিনল্যান্ড।’ তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য নতুন কথা বলেছেন। আর্কটিক দ্বীপটিকে তিনি ডেনমার্ক থেকে আলাদা দেখতে চান।

জেডি ভ্যান্স বলেছেন, চীন ও রাশিয়ানদের অনুপ্রবেশের জন্য গ্রিনল্যান্ডকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেছে ডেনমার্ক। আর্কটিক এই দ্বীপটিকে শক্তি প্রয়োগ করে হলেও যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু জেডি ভ্যান্স জানিয়েছেন, এমন কাজ আপাতত করবে না যুক্তরাষ্ট্র।

তিনি উল্টো গ্রিনল্যান্ডের অধিবাসীদেরকে ডেনমার্কের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ভ্যান্স বলেছেন, আর্কটিক এই দ্বীপটিতে যথেষ্ট সহযোগিতা করছে না ডেনমার্ক। যা প্রতিশ্রুতি ভঙ্গের মতো।

যদিও জেডি ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের এমন অবস্থানকে অসম্মানজনক মনে করছেন গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার। তিনি বলেছেন, ভ্যান্সের সফরকে ‘ল্যাক অব রেসপেক্ট’ মনে করছেন। এর আগে, ট্রাম্প বলেছিলেন, ‘বিশ্ব শান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।

ঊষার আলো-এসএ