UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষ বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ফল প্রকাশিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাদ। তার বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০) এবং উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫।

অংশগ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী পাস করেছেন। তাদের মধ্যে মোট ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন।

সারা দেশে ৫৩ হাজার ৪জন ভর্তি পরীক্ষার আবেদন করেন।

গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০জন ভর্তিচ্ছুরা অংশ নেন। তাদের মধ্যে ২৬ হাজার ৭২৬জন উত্তীর্ণ হয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)