UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রাইভার আড়ালে ইয়াবা ব্যবসায়ী, ৩২শ’ পিস ইয়াবাসহ আটক ১

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো: গিয়াস উদ্দিন (৩৯) নামে এক ইয়াবা ডিলারকে গ্রেফতার করেছেন। সে ঢাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার ছিলেন। এই পেশার আড়ালে সে ইয়াবা ব্যবসা পরিচালনা করতো। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় খুলনার তেরখাদা উপজেলা ৩নং ওয়ার্ডে ইছামতি উত্তর কোদাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  সে ওই এলাকার বাসিন্দা মৃত খান হাফিজুর রহমানের পুত্র। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত গিয়াস পেশায় একজন গাড়ি চালক। সে ঢাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার ছিলো। ঢাকা ও কক্সবাজার থেকে ইয়াবার চালান খুলনায় এনে বাগেরহাট ও নড়াইলে সাপ্লাই দিতো বলে সে স্বীকার করেন। এর আগে সে ঢাকায় ও কক্সাবাজারে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। বিষয়টি তার এলাকাবাসী কেউ জানতো না। কিন্তু এই প্রথম সে খুলনা থেকে সে গ্রেফতার হয়। তার গ্রামে তেরখাদার স্থানীয় বাসিন্দারা জানতো সে পেশায় একজন ড্রাইভার।

ঊআ-বিএস