রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন হামলার পরে রাশিয়ার দুইটি জ্বালানি কেন্দ্রে আগুন লেগেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মতে, ১৫৮ টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন রাজধানী মস্কো সহ দেশের পনেরটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। রুশ সামরিক বাহিনী দাবি করেছে যে এই ড্রোনগুলিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।
তবে শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেছেন যে অন্তত ১১টি ড্রোন রাজধানী শহর এবং আশেপাশের এলাকাগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে, রাশিয়ার রাজধানী থেকে ৭৫ মাইল (১২০ কিমি) দূরে, কোনাকোভো পাওয়ার স্টেশনের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কোনাকোভো অঞ্চলের গভর্নর, ইগর রুদেনিয়া, কোনাকোভস্কি অঞ্চলে হামলার ফলে আগুন লেগেছে বলে জানান। তবে কোথায় আঘাত লেগেছে তার বিস্তারিত বিবরণ তিনি দেন নি।
স্থানীয় কর্মকর্তারা আরও বলেছেন যে ড্রোনগুলি মস্কো অঞ্চলের কাশিরা পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করার চেষ্টা করেছিল – তবে এর ফলে কোনও আগুন, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।