UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

usharalodesk
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দেবেন তিনি।এছাড়াও আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তিনি।

এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লিতে এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার ঢাকায় এফওসি বৈঠক হচ্ছে।ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এফওসি বৈঠক করবেন।ভারতের পররাষ্ট্র সচিব নেপালে দুই দিনের সরকারি সফরে রয়েছেন।

সেখান থেকে আজ বিকেলে তিনি ঢাকায় আসবেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

আগামী মার্চে জি-২০’র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, ২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বিনয় মোহন কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

ঊষার আলো-এসএ