UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন মরিশাসের মন্ত্রী

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংহতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্থল পরিবহন ও রেলবিষয়ক মন্ত্রী অ্যালান গান্নো।

বুধবার (২৩ নভেম্বর) সকালে মরিশাসের মন্ত্রী অ্যালান গান্নো ঢাকায় পৌঁছান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, মরিশাসের মন্ত্রী সকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানায়।

আইওআরএ মন্ত্রী পর্যায়ের সম্মেলন মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকায় শুরু হয়। মঙ্গল ও বুধবার (২২ ও ২৩ নভেম্বর) কর্মকর্তা পর্যায়ে আলোচনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে।সম্মেলনে ২৩ সদস্য দেশ থেকে ১৬টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩৪ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ইন্দোনেশিয়ার, মাদাগাস্কার, মরিসাস সোমালিয়া, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া থেকে মন্ত্রী পর্যায়ে নেতারা অংশগ্রহণ করবেন। এছাড়া অস্ট্রেলিয়া, কমোরোস, ভারত, মালদ্বীপ, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, ইউএই, থাইল্যান্ড এবং ইয়েমেন থেকে প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রীরা সম্মেলনে অংশ নেবেন। এছাড়া ডায়ালগ পার্টনার জাপানের একজন প্রতিমন্ত্রীও সম্মেলনে আসবেন।

ঊষার আলো-এসএ