UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম

ঊষার আলো
নভেম্বর ২২, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৩ দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

দক্ষিণ এশিয়ার ২ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছেন ফয়সাল নাসিম। দ্বিপক্ষীয় বিভিন্ন  ইস্যু ছাড়াও সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বৈঠক করবেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। এ ছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ ও শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক করার কথা রয়েছে।

 

(ঊষার আলো-আরএম)