ঊষার আলো ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে মো. লিটন (৪৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ বলছেন, লিটন আত্মহত্যা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আটকের পরে পুলিশ তাকে ২ দিনের রিমান্ডে নিয়েছিল। রিমান্ডের প্রথম দিনেই তিনি আত্মহত্যা করেন। লিটনের ঠিকানা বগুড়ার কাহালু থানা এলাকায়।
পুলিশ জানায়, লিটন মাদকাসক্ত ছিলেন। লক-আপের ভেতরে কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লক-আপের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে। এ ঘটনা তদন্তে ১জন অতিরিক্ত উপ-কমিশনারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ রকম ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে সেই সুপারিশও করবেন কমিটি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)