UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-আরিচা মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঊষার আলো
মে ১২, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঈদে ঘরমুখো যানবাহনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার ঘরমুখী মানুষ।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১১ মে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাটুরিয়াগামী যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যার আরও বৃদ্ধি পায়।
ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, সকাল ৭টার দিকে পাটুরিয়া ঘাট থেকে মহাসড়কের বরংগাইল-মুশুরীয়া পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এই পথটুকু পাড়ি দিতে অতিরিক্ত ৫ থেকে ৭ ঘণ্টা লাগছে। অনেকে আবার ১০ থেকে ১৫ কিলোমিটার হেঁটেও ঘাটে পৌঁছাচ্ছে।
তিনি বলেছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি চলাচল করছে।

(ঊষার আলো- এম. এইচ)