UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঊষার আলো
মে ২০, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহসিন উল মূলক (৬৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাসিন উল মূলককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। করে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত বরকাতুল্লাহ সরদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ঊষার আলো-এসএ