UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া সড়কে মোটরসাইকেল চালকের মৃত্যু

ঊষার আলো
মে ১৩, ২০২১ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মিন্টু হাওলাদার (৩৫) নামে ১ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ১ ব্যক্তিসহ নিহত চালকের ভাগনে আরমান (১১) আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চালক মিন্টু হাওলাদার সিপাই বাগের খিলগাঁও চৌরাস্তা এলাকার আব্দুল রশিদের ছেলে ও শিশু আরমান একই এলাকার শাকিলের ছেলে।
স্থানীয়রা বলেন, মাওয়াগামী মোটরসাইকেলটি সমষপুর ওভারব্রিজে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটেছে। এ সমযে় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু। এ সমযে় মোটরসাইকেল আরোহী ১ শিশুসহ ২ জন আহত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এস তাদের উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানায়, ঘটনাস্থলেই মারা গেছে চলক। চালকের ১১ বছরের ভাগনেসহ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

(ঊষার আলো- এম. এইচ)