UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল ১০টার কিছু সময় পর কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে।

শনিবার বেলা ১০টা ২০ মিনিটের দিকে ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় যাত্রাবিরতি করছে।

তিনি আরও বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা বিরতি দেওয়া মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে এনে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।

ঊষার আলো-এসএ