UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-যশোরের আকাশে পুনরায় উড়বে বিমান

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিমানের ঢাকা-যশোর ফ্লাইট ১ বছর পর চালু হচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতৃপক্ষ জানিয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেছেন, এখন থেকে সপ্তাহে ৯ টি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের বহরে নতুন ৩ টি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর বন্ধ ৩ টি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। লকডাউন শেষে গত জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ থাকে।
এদিকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে ৩ টির পরিবর্তে ১০ টি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবে যাত্রীরা।

(ঊষার আলো- এম.এইচ)