UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রস্তুত শাবিপ্রবি

pial
জুন ৩, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : আজ শুক্রবার (৩ জুন) বেলা ১১ টায় গ-ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষা। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এতে প্রথমদিন ২ টি কেন্দ্রে মোট ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদিকে পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানান শাবিপ্রবি প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের গ-ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, ঢাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রকম নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন টিম কাজ করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি যাতে ক্যাম্পাস ও আশেপাশে নজর রাখা যায়।

(ঊষার আলো-এসএইস)