UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তরুণরাই পারবে দেশের স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন আনতে: সোহান

usharalodesk
জুলাই ১৮, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে এখন সারা দেশ উত্তাল। পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে। এরইমধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহতের সংখ্যা অগণিত। এই অবস্থায় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হলেন নুরুল হাসান সোহান। তার মতে, তরুণরা দেখিয়ে দিয়েছে একতার শক্তি কতটা।

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যম লেখেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।’

তরুণরাই আগামীতে দেশের স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সোহান। তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।’

এর আগেই একই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর বইরে তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, লিটন দাসরাও এই আন্দোলনে ছাড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কোটা সংস্কারের বিষয়টি বিবেচনা করে দ্রুত এর সমাধান চেয়েছেন।

ঊষার আলো-এসএ