UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীকে ৪৬ বার ছুরিকাঘাত করে হত্যা, অডিও ফাঁস

usharalodesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নৃশংস হামলার শিকার হয়েছেন ২৪ বছর বয়সি এক তরুণী। ব্রায়ানা কুফার নামে ওই তরুণীকে একটি ফার্নিচারের দোকানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ২০২২ সালে। নিহত ওই তরুণীকে ৪৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

সম্প্রতি এ ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে ৩৪ বছরের এক ভবঘুরে শন লাভাল স্মিথকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউটরের মতে, শন লাভাল স্মিথ ২০২২ সালে একা ওই তরুণীকে হত্যা করেছিলেন। পরে যার মৃতদেহ ফার্নিচারের দোকানে খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি কাজ করেছিলেন।

যখন ব্রায়ানা কুফার দোকানে প্রবেশ করেন, তখন সে তার বন্ধুকে একটি টেক্সট বার্তা পাঠান যে তিনি দোকানের ভিতরে থাকা একজন লোককে নিয়ে অস্বস্তি বোধ করছেন। এই বার্তা পাঠানোর প্রায় ২০ মিনিট পর তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনার পর স্মিথকে দোষী সাব্যস্ত করতে একটি অডিও রেকর্ড বেশ কার্যকর ভূমিকা রেখেছিল। যেখানে একজন পুরুষকে বলতে শোনা যায় যে তিনি একজন মহিলাকে ‘আঘাত করবেন না’ এবং তাকে ‘শুধু মেঝেতে নামতে’ নির্দেশ দিয়েছেন। এরপর একজন মহিলাকে চিৎকার করতে শোনা যায় যখন লোকটি বলছে, ‘এটা শেষ, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে।’

ছুরিকাঘাতের পর, হত্যাকারী আসবাবপত্রের দোকান থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং মিসেস কুফারকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

প্রসিকিউটররা বলছেন, এই লোকটি নারীদের ঘৃণা করত। এই লোকটি হত্যা করার জন্য প্রস্তুত ছিল।

উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশ অফিসারের উপর হামলা এবং ভাঙচুরসহ দীর্ঘ অপরাধী ইতিহাসের রেকর্ড আছে স্মিথের। একটি গাড়ি থেকে একটি ফ্লেয়ার বন্দুক নিক্ষেপ করার অভিযোগে জামিনে বেরিয়েছিলেন তিনি।

ঊষার আলো-এসএ