UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাবলীগ জামাতের মধ্যকার বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

তাবলীগ জামাতের উভয় পক্ষের (সাদ গ্রুপ ও জুবায়ের গ্রুপ) মধ্যকার বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সচেতন ছাত্র সমাজ সম্মেলনের আয়োজন করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে।

দুপুরে প্রেসক্লাব যশোরে সচেতন ছাত্র সমাজ যশোরের উদ্যোগে সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন মো: জুয়েল হোসেন,শিক্ষার্থী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ উভয় পক্ষের (সাদ গ্রুপ ও জুবায়ের গ্রুপ) মধ্যে চলমান বৈষম্য নিরসন ও সংকটের স্থায়ী সমাধানের দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এহসান উল্লাহ (যবিপ্রবি), রুবেল হোসাইন (শিক্ষার্থী, যবিপ্রবি), তালহা খন্দকার (শিক্ষার্থী, এম এম কলেজ) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

“সচেতন ছাত্র সমাজ” এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়:
প্রস্তাবনার মধ্যে উল্লেখ করা হয়, উভয় পক্ষের সর্বোচ্চ মুরুব্বীদের মাধ্যমে তাদের নিজ-নিজ কার্যক্রম (যেমন জোড়, ইজতেমা এবং অন্যান্য আমল) পরিচালনা করার সুযোগ নিশ্চিত করা।

উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের কার্যক্রমে সমতা নিশ্চিত করা।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন প্রকার উস্কানীমূলক বক্তব্য ও কার্যক্রম থেকে বিরত রাখার প্রস্তাবনা করা হয়।একইসাথে, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা উভয় পক্ষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা এ সংকটের স্থায়ী সমাধানের জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।